নিজস্ব প্রতিবেদক:: নোয়াখালীর বেগমগঞ্জের ছায়ানী তে কুসুম কলি কিন্ডার গার্ডেন স্কুল এর সভাপতি মনোনীত হলেন বিশিষ্ট কন্ঠ শিল্পী অভিনেতা ও মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র সংসদ ক্লাবের পরিচালক মাসুম বিল্লাল ফারদিন, গত ২৪ ডিসেম্বর নোয়াখালীর বেগমগঞ্জের কুসুম কলি কিন্ডার গার্ডেন স্কুলের গভর্নিং বডির মেম্বারদের উপস্থিতিতে ২০২৪/২০২৫ এই দুই বছর এর জন্য বিশিষ্ট কন্ঠ শিল্পী অভিনেতা মাসুম বিল্লাহ ফারদিন কে স্কুল কমিটির সভাপতি মনোনীত করা হয়, স্কুলের পরিচালকের দায়িত্বে থাকা মোহাম্মদ আব্দুল মান্নান এই বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে ফারদিন বলেন আমি আমার পেশাগত দায়িত্বের বাইরে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের ভালবাসতেন, আমি কৃতজ্ঞ কুসুম কলি কিন্ডারগার্ডেন এর গভর্নিং বডি মেম্বারদের নিকট যে আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন যাতে করে বাচ্চাদের জন্য আরো ভালো কিছু করতে পারি।