ঢাকামঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

 কাউনিয়ারচর বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বানিজ্যের অভিযোগ

ডেস্ক এডিটর
সেপ্টেম্বর ৫, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক /কর্মচারী নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে ৩ সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার ৫ সেপ্টেম্বর কাউনিয়ারচর বালিকা উচ্চবিদ্যালয়ে তদন্ত করেন। স্থানীয় সুত্রে জানা যায়, ২০০৪ সালে সহকারী প্রধান শিক্ষক ও আইটিসি শিক্ষক নিয়োগ এবং ২০২২ সালে সুইপার, পিয়ন, নৈশ্য প্রহরী নিয়োগ দেন কাউনিয়ারচর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুর রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবুল হোসেন সরকার। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রধান শিক্ষকের নিজস্ব লোক ৫ জন নিয়োগ দিয়ে দূর্নীতি করেছেন বলে অভিযোগ তোলেন এলাকাবাসী। অভিযোগ তোলেন ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর আর্মী, কাউনিয়ারচর বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি ডা: গোলাম মাহমুদ, সাবেক সভাপতি আখেরুজ্জামান নয়া, সাবেক ইউপি সদস্য আয়নাল হক, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল বারী সহ এলাকাবাসী। অভিযোগে হরিজন সম্প্রদায়ের শ্রী কার্তিক বাবুকে ঝাড়ুদার পদে ১৫ বছর বিনাবেতনে কাজ করিয়ে এখন নিজের ভাই বউকে নিয়োগ দেওয়ার কথা উঠেছে। এলাকাবাসীর লিখিত অভিযোগের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানকে প্রধান করে ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি সকলের লিখিত অভিযোগ ও সাক্ষ্য গ্রহণ করেন। তদন্ত কমিটি মিডিয়ার সামনে কথা বলেননি। কাউনিয়ারচর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আবুল হোসেন সরকার বলেন সকল নিয়োগ সরকারি বিধি মোতাবেক হয়েছে, কোন প্রকার দূর্নীতির আশ্রয় নেওয়া হয় নাই। কাউনিয়ারচর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুর রহমান দূর্নীতি অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন- সরকারি বিধি মোতাবেক পরিক্ষার মাধ্যমে সকল কার্যক্রম সম্পন্ন করে বৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।