নিজস্ব প্রতিবেদকঃ লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ইমতিয়াজ আরাফাতের বুধবার রাতে বকসিবাজার সংলগ্ন কিন্ডারগার্ডেন মাঠে অনুষ্ঠিত কর্মী সভাটি জনসমুদ্রে পরিনত হয়েছে। ওয়ার্ড় আ‘লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সভাতে ভোটারদের বসার আসন দিতে নিয়মিত হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের। স্থানীয় ওয়ার্ড় মেম্বার ও চন্ডিপুর ইউপি কৃষকলীগের সভাপতি রেজাউল করিম মোল্লার সভাপতিত্বে এবং চন্ডিপুর ইউপি আ‘লীগের সাধারন সম্পাদক ও সাংবাদিক মোঃ নজরুল ইসলামের সার্বিক তত্ত্ববধানে কর্মী সভায় কর্মী সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ‘লীগ নেতা ইকবাল পাটোয়ারী, কৃষকলীগ নেতা জাহাঙ্গীর আলম শেখ,যুবলীগ নেতা মেহেদী হাসান ফয়সাল পাটোয়ারী, শামসুল ইসলাম মোল্লা, র্আজু মোল্লাহ, স্বেচ্ছাসেবকলগি নেতা আলী র্মোতুজা বাবু সহ উপজেলা ও পৌর ‘লীগ,যুবলীগ,শ্রমিকলীগের নেতা-কর্মী,সমর্থকরা। কর্মী সভায় নেতা-কর্মীরা বলেন, ২১মে সাধারন ভোটরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবে। ভোটরাদের ভোট নিয়ে কেউ ভিন্ন ছিন্তা করলে সবাই প্রতিহত করবো। লক্ষীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের সন্তান ইমতিয়াজ আরাফাত রামগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান নির্বাচিত হলে পিতা-পুত্র রামগঞ্জকে মডেল উপজেলাতে রুপান্তরিত করতে পারবে।কর্মীসভা শেষে পৌর সাতাঁরপাড়া ও নন্দনপুর গ্রামে গনসংযোগ করে ইমতিয়াজ আরাফাত।