ঢাকাবুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন

ডেস্ক এডিটর
সেপ্টেম্বর ৬, ২০২৩ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:- লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল ইসলাম সুমন আবারো ২য় বারের মত রামগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হয়েছেন। উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ থেকে চন্ডিপুর ইউপিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে সকল ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এর আগেদ তিনি উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। ৬সেপ্টেম্বর (বুধবার) উপজেলা নির্বাহী অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনগণ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

সামছুল ইসলাম সুমন চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামের সাবেক প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের বড় ছেলে। তিনি ২০২১ইং সালের ২৮ নভেম্বর জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার পর উপজেলারম শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি বাবার মতো জনসেবা করার স্পৃহা থেকেই স্বেচ্ছায় আসেন রাজনীতিতে।
উপজেলার সেরা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সামছুল ইসলাম সুমন বলেন, এ গৌরব আমার একার নয়, আমার প্রিয় চন্ডিপুর ইউনিয়ন বাসীর ভালোবাসা ও তাদের পূর্ণ সহযোগিতা আজ আমি উপজেলার সেরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আল্লাহ আমাকে যত দিন বাঁচিয়ে রাখবে আমি আমার ইউনিয়ন বাসীর জন্য সেবা করে যাবো। চেয়াম্যান সুমন আরও বলেন, এর আগেও জনগনের সহযোগীতায় আমি উপজেলার শ্রেষ্ঠ উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, যা এক বিরল সম্মাননা চন্ডিপুরবাসী আমাকে উপহার দিয়েছিল। এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবগ,সুশীল সমাজের নেতৃবৃন্দ,সাংবাদিক ও আমার ইউনিয়নবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।