রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধিঃ
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী ইমতিয়াজ আরাফাতের নির্বাচনী অফিস মঙ্গলবার সন্ধ্যায় পৌর দক্ষিন বাজারে উদ্ভোধন করা হয়েছে। আনারস প্রতীকের প্রার্থীও নির্বাচনী অফিস উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামচর ইউপি চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসান,পৌর কাউন্সিলর মেহেদী হাসান শুভ, মামুনুর রশিদ আখন্দ,মনির হোসেন রানা প্রমুখ। এসময় উপজেলা ও পৌর এবং ১০ইউপি আ‘লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।