ঢাকাশুক্রবার , ৩১ মে ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে ব্যারিকেট দেওয়ায় গৃহবন্দী ৩ পরিবার মানবেতর জীবনযাপন

ডেস্ক এডিটর
মে ৩১, ২০২৪ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

রামগঞ্জ (প্রতিনিধি) প্রতিনিধি ::  লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউপির ৬নং ওয়াড়ের গুস্তার পাটোয়ারী বাড়িতে বাশেঁর ব্যারিকেট দেওয়ায় ৩ গৃহবন্ধি পরিবার মানবেতর জীবন-যাপন করছে। শুক্রবার দুপুরের সরেজমিনে গেলে অভিযুক্তরা বলেন, সম্পত্তি সংক্রান্ত সমস্যা সমাধান করতে আমরা বসতঘরের দরজা,চলাচলের রাস্তা ও পুকুর ঘাটে বাশেঁর ব্যারিকেট দিয়েছি।
ভুক্তভোগী আবুল কালাম,হাছান ও হোসেন জানান, পৈত্রিক সম্পত্তিতে আমরা ৩পরিবার দীর্ঘ কয়েক বছর যাবত বসবাস করছি। বুধবার সকাল থেকে ভাড়াটে সন্ত্রাসীর পাহারা বসিয়ে একই বাড়ির ইউসুফ আলি, শাহআলম পাটওয়ারী, রিপন, নজরুল ইসলাম, রায়হান গং ৩টি বসতঘরে দরজা, চলাচলের রাস্তা ও পুকুরে গোসল করার ঘাটলাতে বাশেঁর ব্যারিকেট নির্মাণ করে। এতে ৩পরিবারে লোকজন গৃহবন্ধি হয়ে রয়েছি। এই ৩দিন শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানেরা যেতে পারেনি। সৃষ্ট ঘটনায় ভাটরা ইউপি চেয়ারম্যানকে জানালেও কোন প্রতিকার না পেয়ে থানা লিখিত অভিযোগ দায়ের করলেও কার্যকর কিছুই হচ্ছে না।
অভিযুক্ত ইউসুফ, শাহআলম ও রিপন জানান, আমাদেও পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি উদ্ধার করতে ৪টি বাশেঁর ব্যারিকেট দিয়ে তাদের গৃহবন্ধি করে রেখেছি। সম্পত্তি সংক্রান্ত জটিলতা নিরসন হলে আমরা ব্যারিকেট সরিয়ে নিবো।
ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম বুলবুল জানান, বিষয়টি জানার পরেই আমি বাশেঁর ব্যারিকেটগুলো উঠিয়ে নিতে বলেছি।
রামগঞ্জ থানার এএস আই আজাদ জানান, এই বিষয়ে একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।