মোঃ রাজু হোসেন, রামগঞ্জ (প্রতিনিধি) :: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন তার নিজস্ব মনগড়া মতামতের ভিত্তিতে পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ। এটি যেন রাজতন্ত্র নয় একনায়কতন্ত্রে পরিনত করেছেন তিনি। পরিষদে সরকারি বরাদ্ধের প্রজেক্টগুলো মেম্বারদের মাঝে উপস্থাপন না করে, সমন্বয়হীন ভাবে একাই পরিচালনা করেন সব। বর্তমানে ২০২৩-২৪ অর্থবছরে উন্নয়ন সহয়তা প্রকল্পের নামে আসা ৬,৫৭,৬০০ টাকার কাজও কাউকে না জানিয়ে নিজেই পরিচালনা করেন বলে অভিযোগ করেছেন একাধিক মেম্বার। এছাড়াও জাতীয় সংসদ নির্বাচনে এমপি আনোয়ার খানের নৌকা প্রতীকের বিরুদ্ধে, যুবলীগ নেতা হাবিবুর রহমান পবনের ঈগল প্রতীকের পক্ষে, এবং ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ইমতিয়াজ আরাফাতের বিপক্ষে, দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর পক্ষে ভোট করার জন্য অনেক মেম্বারের উপরে চাপ প্রয়োগ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ভোলাকোট ইউনিয়ন পরিষদের মেম্বার, আমিনুর রশিদ, কামাল হোসেন, মাহবুবুর রহমান, কাউছার আলমসহ কয়েকজন জানান, জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচননে, চেয়ারম্যান দেলোয়ার হোসেনের পছন্দের প্রার্থীদের পক্ষে নির্বাচন না করায়, ইউনিয়ন পরিষদের অধিকাংশ কাজকর্ম থেকে আমদের বঞ্চিত করে একক সুবিধা নিচ্ছে চেয়ারম্যান। তিনি আমাদের বলেন, আপনারা কি আমার পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচন করেছেন, আপনাদের ভোটে কি আমি চেয়ারম্যান হয়েছি যে আপনাদেরকে সুবিধা দিতে হবে। এ নিয়ে চেয়ারম্যানের অফিস কক্ষে সবার মাঝে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। তাছাড়া ২০২৩-২৪ অর্থ বছরে ইউনিয়ন উন্নয়ন সহয়তা তহবিল কর্তৃক বাস্তবায়ন প্রকল্পের নামে ৬৫৭৬০০ টাকার কাজ আসে। সেই কাজকে ৪টি ওয়ার্ডে ৫টি ভাগ বিভক্ত করেন তিনি। ইউপি সদস্য আমিনুর রশিদ জানান, ইউনিয়নের ২ নং ওয়ার্ড নাগমুদ চৌধুরী বাড়ি জামে মসজিদ হতে দক্ষিন দিকে রাস্তার সলিং করা ১০৭৬০০ টাকার প্রকল্পে ঐ ওয়ার্ডের পুরুষ মেম্বার আমি নিজে এবং ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার হোসনেআরা বেগমকে প্রকল্পের সভাপতি না বানিয়ে তাদেরকে না জানিয়ে, অন্য ওয়ার্ডের মহিলা মেম্বার আয়েশা আক্তারকে প্রকল্পের সভাপতি দেখিয়ে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেন চেয়ারম্যান দেলোয়ার হোসেন। ইউনিয়নের ৩নং ওয়ার্ড উত্তর টিওরী খলিফা বাড়ির কবরস্থান হতে উত্তরদিকে ভূঁইয়া বাড়ি পর্যন্ত রাস্তার ১,০০,০০০ টাকার প্রকল্পে ঐ ওয়ার্ডের মেম্বার মাহবুবুর রহমানকে না জানিয়ে অন্য ওয়ার্ডের মেম্বারকে না জানিয়ে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এই চেয়ারম্যানের বিরুদ্ধে। ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাকতলা পাটওয়ারীর বাড়ির রাস্তার পাশে গাছী বাড়ি সংলগ্ন গাইড ওয়াল নির্মাণে ২,০০,০০০ টাকার প্রকল্পে ঐ ওয়ার্ডের মেম্বার কাউছার আলমও বিষয়টি অবগত নয়। তিনি জানেন না এটি কোন ধরনের প্রকল্প, কার মাধ্যমে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ করা হবে। ৪নং ওয়ার্ড মেম্বার কামাল হোসেন জানান, চেয়ারম্যান আমার ওয়ার্ডে এসে আমাকে না জানিয়ে, এলাকার রাস্তা মেপে নিয়ে গেছে। এই বিষয়ে আমরা কয়েকজন চেয়ারম্যানকে জিজ্ঞেসা করলে তিনি আমাদের কাছে প্রকল্পের নাম উপস্থাপন না করে উল্টো আমাদের সাথে বাজে আচরণ করেন। বলেন আমরা কি তার পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচন করেছি নাকি? এই বিষয়ে জানতে চাইলে ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, প্রকল্পের বিষয়ে যেসব মেম্বার জানে না, সময় আছে তারা জানবে। আমার ইউনিয়নের কাজ আমি মেম্বারসহ ১০০% বুঝে নিব। জাতীয় নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে আমি কাউকে কোনো পক্ষে নির্বাচন করার জন্য চাপ প্রয়োগ করি নাই। আমার যাকে পছন্দ আমি তার ভোট করেছি। মেম্বারদের যাকে পছন্দ তারা উনাদের ভোট করেছে। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শারমিন ইসলামের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।