ঢাকাশুক্রবার , ৯ আগস্ট ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিমময

ডেস্ক এডিটর
আগস্ট ৯, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি,
লক্ষীপুরের রামগঞ্জ পৌর রতনপুর শ্রী ¤্রী বলদে জিউ মন্দিরে শুক্রবার সন্ধ্যায হিন্দু সম্প্রদাযের সাথে বিএনপির শীর্র্ষস্থানীয় নেতৃবৃন্দুর মতবিনিময অনুষ্ঠিত হয।উপজেলাব্যাপী হিন্দুদের মন্দির সুরক্ষা করনসহ সাবিৃক বিষয় নিযে অনুষ্ঠিত মতবিনিময়য় সভার সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান এক্যজোটের সভাপতি বাবু অর্র্পূব কুমার সাহা। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে হিন্দুর মন্দির রক্ষায় সার্বিক সহযোগীরতার আশ^াস দিয়ে বক্তব্র রাখেন কেন্দ্রিয বিএনপির সদস্য ও লক্ষীপুর-১ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদ, সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও লক্ষীপুর জেলা বিএনপির সদস্য আব্দুর রহিম ভিপি,রামগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহাবুদ্দিন তুর্কি,সাবেক সাঙঙগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল,লক্ষীপুর জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন পলাশ,ছাত্রদলের সদস্য রায়হান প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।