রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি,
লক্ষীপুরের রামগঞ্জ পৌর রতনপুর শ্রী ¤্রী বলদে জিউ মন্দিরে শুক্রবার সন্ধ্যায হিন্দু সম্প্রদাযের সাথে বিএনপির শীর্র্ষস্থানীয় নেতৃবৃন্দুর মতবিনিময অনুষ্ঠিত হয।উপজেলাব্যাপী হিন্দুদের মন্দির সুরক্ষা করনসহ সাবিৃক বিষয় নিযে অনুষ্ঠিত মতবিনিময়য় সভার সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান এক্যজোটের সভাপতি বাবু অর্র্পূব কুমার সাহা। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে হিন্দুর মন্দির রক্ষায় সার্বিক সহযোগীরতার আশ^াস দিয়ে বক্তব্র রাখেন কেন্দ্রিয বিএনপির সদস্য ও লক্ষীপুর-১ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদ, সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও লক্ষীপুর জেলা বিএনপির সদস্য আব্দুর রহিম ভিপি,রামগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহাবুদ্দিন তুর্কি,সাবেক সাঙঙগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল,লক্ষীপুর জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন পলাশ,ছাত্রদলের সদস্য রায়হান প্রমুখ।