ঢাকামঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে দুই শিক্ষকের বিরুদ্ধে কোচিং বানিজ্যের অভিযোগ

ডেস্ক এডিটর
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৪:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধিঃ  লক্ষীপুরের রামগঞ্জ মধুপুর ইউনিয়ন সরকারী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি ও জীব বিঞ্জান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বানিজ্যের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা কোচিং না করলে ক্লাস পরীক্ষা নাম্বার কম দেওয়া এবং ক্লাসে শিক্ষার্থীদের নানা ভাবে হেনস্ত করার অভিযোগও উঠেছে এই দুই শিক্ষকের বিরুদ্ধে।
সুত্রে জানায়, রামগঞ্জ মধুপুর ইউনিয়ন সরকারী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক তারেক রহমান রাজু ও জীব বিঞ্জান শিক্ষক আনোয়ার হোসেন দীর্ঘ ২ বছর যাবত বিদ্যালয় পাশে আরজে ভিলা দ্বিতলা ও তৃতীয় তলা ভাড়া দিয়ে সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ৬টি গ্রæপে শিক্ষার্থীদের কোচিং ক্লাস চালিয়ে যাচ্ছে। প্রতি শিক্ষার্থীদের কাছ থেকে কোচিং বাবত এক হাজার টাকা করে নিচ্ছে। যেসব শিক্ষার্থী কোচিং ক্লাস করে না,ওসব শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা নাম্বার কম দেওয়ায়,নানা অজুহাতে শিক্ষার্থীদের শাস্তি ও হেনস্তা করছে। রোববার সকাল ৯টা সরেজমিনে গিয়ে দেখা যায় শিক্ষকেরা পৃথক গ্রæপে ৩৫/৪০ জনের গ্রæপ নিয়ে কোচিং করাচ্ছে। এ সময় শিক্ষক তারেক রহমান রাজু সাংবাদিকদের বলেন, চাকুরীতে বেতন কম হওয়ায় বাড়তি আয় করতে ভাড়া করা বাসাতে কোচিং করাচ্ছি আগ্রহী শিক্ষার্থীদের। এদের মধ্যে অনেকে কোচিং এর বেতন দেয় না। প্রতিষ্ঠানের আরো শিক্ষক কোচিং করাচ্ছে। কোচিং না করলে ক্লাসে শিক্ষার্থীদের শাস্তি ও হেনস্তা করার অভিযোগ সঠিক নয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ খরিলুর রহমান বলেন, আমি ২রা আগস্ট-২৩ যোগদান করেছি। এখনো অনেক কিছু অবগত হতে পারি নাই।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।